সময় চলে যাচ্ছে রোদ বৃষ্টি ঝড় হয়ে
মানুষ তো তাই অথচ আমরা কোনকিছু
মূল্যদিতে পারছি না ঠিক মৃত প্রাণ;
কত সুযোগ সুবিধা দিনের পর দিন আসে
তবু মলয় চোখে চোখ টিপ দেই বা
বিড়াল লজ্জার মুখটা ঘুরে নেয়,অথচ
সময় কিন্তু অল্প বুঝি না এই সংসার ধর্ম;
সব বিশ্বাসের নদীতে এখন বালুচর-তাই
হিমশিম খাচ্ছে দুধে আলতা সময়ের সর;
সময় থাকতে সাজাই এই জীবনের বর।
১৯-৩-২৫