এই আমি বার বার শুধু
ভুল সুন্দরীর কাছে যাই;
সে আমাকে অপছন্দ করে
তবু কেনো বার বার যাই;
কত সুন্দরের কথা বলি ভাই
মর্ম ম্পর্শের কথাও বললাম
কিন্তু ভুল সুন্দরী উৎসফল হলো না
কোথায় জানি গিরু পেচ বান্ধা আছে;
আর কত বার চেষ্টা ধৈর্য ধরবো
ও ভাই ভুল সুন্দরী একবার উদয় হও
এসো ভুল ভেঙ্গে একাকার হই-
পানির মতো, না হই মাটির ঘাস।
২৬/২/২৫