ভোরের স্নিগ্ধ আর হাঁটে না
শিশির ভেজা পায়;
মেঘের দূরত্বটা নিকুঞ্জ ধূলির
সাথে মিশে গেছে-
আচমকা কাক আর ডাকে না
দক্ষিণা জানালার পাশ;
সন্ধ্যার বাতিটাও নিভু নিভু
জোছনার সলক নেই-
তবু যেনো ইট পাথরের শহরে
ভোরের গন্ধ পাই।
১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন’২৪