প্রেমে পরেছি সকাল কিংবা সন্ধ্যায়
কখন শিখতে গিয়ে পা পিছলে
পরে গেলাম চুমুর উপর
আহা, ভদ্র তুকে ছুইতে পারলাম না
তুই আষাঢ়ের বৃষ্টি হইলি -
তুই শ্রাবণের মেঘ হইলি
শুধু শুধুই চুমুর রঙে রঙধনু
বিকাল হইলি না- আহা
ভদ্র এ কেমন ফাল্গুনে ধরিয়ে
দিলি আগুন,শুধু ভদ্র রঙে রঙিন।

২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জুন’২৪