প্রেম শুধু কায়ার ভাত কাপড়
গতিহীন প্রেম ছাড়া জীবন অচল;
তবু প্রেম হয়ে যায় কার কখন-
মুচকি হাসিতেই ভেজা মুখ তখন
ক্ষীণ প্রেম কাঁদায় মরণ
সন্ধ্যা আসে দুপুর যায়,
এই তো প্রেমের হালখাতা আয়োজন
বটতলায় অপেক্ষা নয়- চাঁদনী রাত
হয়ে যাক প্রেমের আলাপন!
কেমন ভাত কাপড়ের প্রয়োজন।
২৬-২-২৫