ভাল থাকার উপায় যেনো পূর্ণিমার রাত
জোনাকিরা হেঁটে যায় বুকের উপর
কি জানি এক দীর্ঘাশ্বাস বালুচরের মুখ রুপসী
জলের প্রতিশোধ স্বৈরাচারের হাসি;
কেঁদে উঠে না জনসমুদ্রের ঢেউ
তবু ভাল থাকার উপায় চাই, নিঃঘুম খাট
কিংবা নরম বালিশের পালঙ্ক- আহা
ওরা ভালছিল- কি ভাবে, প্রশ্ন মিছিল
মিছিল- উত্তরের গায়ে শুধু রক্তাক্ত বুলেট-
অথচ ছবি আয়না মুখে, ফিরে না আর
এতটুকু ভাল থাকার দিন-ভাল থাকার দিন।

২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর’২৪