ফেলা আসা যন্ত্রনা গুলো
ইতিহাসের ন্যাংটা ঘর-
চাদর গুলো পুরাতন হতে হতে
ইঁদুরের দাঁতই বসায় না
অটোমেটিক ছিরে যায়
তবু কষ্ট পুড়া স্বপ্ন শেষ হলো না
রাতগুলো জোছনা হয়
খুলা জানালায় নীর ঘাম চুমু
কুকুর গুলোও যেনো চুপ চাপ
বিড়াল গুলোর আনা গুনার শব্দ বর্ণ
কখনো যন্ত্রনার বাসর সাজাই
অন্যদিকে এক পলাশ ভাদ্র মেঘে দৌড়াই।
৭ ভাদ্র ১৪৩১, ২২ আগস্ট’২৪