ভাদ্র মাসের আহা কি বৃষ্টি
কে কাঁদে সব অনাদায় সৃষ্টি;
লুকে যাও, যাচ্ছে জ্ঞান পাপি
শুধু শুধু লুকে যাও ইঁদুর গর্থে
খেলা কর ইঁদুর সাথে বড্ড পাজি;
ভাবনায় ভাবনায় দেখো আয়না ঘর!
ভাব শুধু এক বার; কি হবে
ভাদ্র মাসের বৃষ্টি- ঝরা আর
সফলের মাঠে অহমিকা হার
এখন হালের গরু টানে মইয়ের দড়ি-
কেনো ভাদ্র মেঘে বৃষ্টির ছড়াছড়ি;

১৮-৮-২৪