আহা আমি কোন দিকে যাই-
আমার ব্যর্থতা গঙ্গার জল বয়ছে;
রক্তের কোষগুলো সমুদ্রের ঢেউ-
সীমাহীন কষ্টের পাহাড় শুধু
আকাশ দেখছে আর দেখেছে;
আমি অন্ধ হতে পারলাম না-
আলোর পথেই চেয়ে থাকলাম
অথচ আলোগুলো ব্যর্থতার গ্লানি
আমাকে বয়ে নিয়ে চলছে চলছে
আমি আর পথ খুঁজে পেলাম না-
দেহ আমাকে মাটি খাচ্ছে খাচ্ছে
উর্বর সান্নিধ্য নিচ্ছে মাটির চিন্তা।
১৩-০৩-২৫