আর পারছি না, কখন জানি
নিঃশ্বাসটা বাহির হয়ে যায়;
আকাশ সীমায়, চারপাশটা
সংকুচিত হয়ে পরছে; আর
জন্ম নামের সময় পাতাগুলো
কঠিন বাস্তবতার মুখোমুখি
পরিচিত মাটির গন্ধ যেনো
বঞ্চিত উরস গায়ে লজ্জার আসর
ত্যাজ্য যেনো বাসর সজ্জা ফুল
তবু ক্ষয়ে যাওয়া মাটির পুতুল;
১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন’২৪