কষ্ট মেঘে মেঘে ভাসি আমি
বৃষ্টি শুকনো চোখ আমার
ডুবি মরি অথৈই জলে
দেখে না না বেদনার সুখ;
তবু ধরেরাখি হাসিমাখা মুখ
আমি মরলে কার কি-
জানবে না রাতের আকাশ তারা চাঁদ
হেসে খেলে যায় জোনাকি;
দিয়ে যাই বাতিঘরে আলো
যেমনটি ছিলাম তেমনটি আছি
শূন্য আসমানেই ভাল-
থাকবো না আর মাটির কাছে কাল।
০৩-০৩-২৫