কুকুরের মতো চাঁদ আমাকে খাচ্ছে
কিন্তু আমার রক্ত গাঢ় করতে-
শর্করা পুষ্টি ফসল মাটি দিচ্ছে না;
এ যেনো এক স্বৈরাচার শূন্য বুক!
স্যালাইন খায় গরুর চুঙ্গে ঢালা অদম্য সুখ
তবু চাঁদ আমাকে বহু মাত্রায় নির্যাতনে
হযরত বানালো খানিকটা সময়;
তারপর তেজপাতার গন্ধ ভোর, ধোয়াই
ধোয়াই আমাকে আলোকিত করল
অতঃপর মহাসুখে শূন্যেই ভাসলাম।

১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর’২৪