এখন আমি রোজ সূর্য প্রেমে আসক্ত
ঝাঁঝাল পূর্ণিমায় থাকি এক পলকে অপেক্ষা
খানিটা ভোরের শিশির ভেজা হই শান্ত;
তারপর দুপুর গড়ে বিষন্ন রঙধনু বৈকাল
ধোয়াসাই উড়াই সোনালি খই ভাজা হাসি!
রক্ত গাঢ় লাল হয় দু’চোখ ! লজ্জাই ঢাকি না
চায়ের কাপ কিংবা দুই আঙ্গুলের ধোয়াই
হারিয়ে যাওয়া রূপালি চারেনা পায়সাটা
আর খুঁজি না কারণ সুয়া দুই টাকার মূল্যহীন
প্রণয়ে অস্ত যাওয়া সূর্যটা, তবু প্রেমে আসক্ত।

০১ কার্তিক ১৪৩১, ১৭ অক্টোবর’২৪