রক্তের সম্পর্কের মাঝে মৌমাছির চাক
বুকের চারপাশে মধু জমাট বাধে না আর
কি করে সুসম্পর্ক অটুট জমা থাকে?
রক্ত বোঝে না বিপদের রজনীগন্ধার বৈকালীন মন;
তবুও মৌমাছি উড়ছে আঙ্গিনা চারপার-
পরিচয়ের লজ্জাবতী শুধু তুলসীপাতার বাগান;
গন্ধ মেঘে অপেক্ষার আর্তনাদ, নর্দমার জল
এইতো পরিষ্কার হচ্ছে- সরিষা ফুলের মধু!
শীত উষ্ণ আকাশটা মৃদু বাতাসে কম্পন দেহ
নবান্নের মৌচাক ভোরে উঠবেই সুসম্পর্ক।
২০-২-২৫