আমি কি? ভাবতে ভাবতে
বেলা যে কোন দিকে গড়ে গেলো-
বুঝলামি না; কি নেশায় থাকি
বেলা বুঝি আবার- উঠবি- ঘুম ভাঙ্গবি?
নতুনের ছুঁয়া কি- আর পাবো?
গুফে কাঁঠালের আটা লেগে গেছে-
আর উঠবি না, নিরালায় ভাবতেই থাকো
কোন দিন পূর্ণিমার চাঁদ হাতে এসে যায়!
সেদিন দুচোখে দেখো না কোন আঁধার-
দেখবে চাঁদ সূর্যের স্পর্শ আলোর ধার;
১৬-০৩-২৬