কিছু দিনের জন্যে মৌ মাছির দল
সত্য পথে দৌড়াবে আর দৌড়াবে;
ক্লান্ত ঘাম কিছুই মনে হবে না-
ক্লান্তিরা সব নির্ঘুম জোছনা রাত
তারপর রোদ্দুর উল্লাস ঘরে ফেরা
যে লাউ সেই কদু হয়ে ঝালায় ঝুলবে
হঠাৎ একদিন ঘুম ভেঙ্গে দেখবে
দলে দলে পিঁপড়ার স্লোগান
আমার মিথ্যাকে ফিরে দাও
সত্যের মধ্যে থাকতে থাকতে
পেট ফুলে যাচ্ছে বোম বোম
মরি বাঁচি শুধু মৌ মাছির দল;

৪ ভাদ্র ১৪৩১, ১৯ আগস্ট’২৪