রাত জাগা সোনালি পাখি
ভালোবাসে চাঁদেকেই বেশি!
স্মৃতির আঁধারে গোপন থাকে
প্রণয় ভাঙ্গা বেদনার ঊষসী;
অহমিকার তরে সুখ কি পেলে
কবর করেছো জানাযাবিহীন
সুখেল নামে জাগাও শঙ্খচিল
চাঁদের পানে সবই দেখি অম্লিন
ঘৃনার গন্ধে গুমরে মরে প্রেম
রুপালি বিকেল ফিরবে না আর
এভাবেই শুধু চাঁদকে ভালোবাসি
রাত জাগা সোনালি পাখি।
২২ মাঘ ১৪২৯, ০৫ ফেব্রুয়ারি’২৩