জীবনটাই খেলাঘর
দু'চোখে শুধু আধার
স্বপ্ন ঘোর! বারান্দায়
বৃষ্টির শব্দ ঝর- ঝর;
একদিন মুছে ফেলে
ক্রন্দন ইতিহাস হয়
বাতাস- সাদা মেঘের
রোদ্দুর দল- সবুজের
সীমাহীন বাসর ঘর!
মনে নেই স্মৃতির পোট;
২৭-০৩-২৫