বৃষ্টির দিনে আষাঢ় কাঁদে না
বজ্রপাতে মন পুড়ে না-
কি মেঘ শূন্য আকাশ
লাগে না প্রশান্তির বাতাস;
শুধু স্মৃতির বাতায়নে
বয়ে যায়- কি যে বেদনা
মন কায়া দোসর বুঝে না
গভীর জল কাদার ঢেউ
নদী জানে না- হারিয়ে গেছে
ফাল্গুনের মন বাসনা,কি যে
শ্রাবণ- শ্রাবণের বন্যা।
১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই’২৪