অন্তরে অসম্মান মনেতে হায়না
কি করে হয় শোক বায়না-
মিসে কাকেরা সব গোবর চিনে
কি করে থাকে তাদের আয়না!
মুখ মন্ডল হিংস্র পশু, ময়লা
ধুলও যায় না, উপকারের
কৃতজ্ঞতা- সেটাও বুঝে না;
সম্মানিদের কথা যেনো বিষের বড়ি
শুরু হয় এলার্জি মাপার ঘড়ি!
এটা যেনো স্বার্থপর শোকে মরি।

৩১ শ্রাবণ ১৪৩১, ১৫ আগস্ট’২৪