চোখের মধ্যে উচু উচু বিষফোড়া
দেখতে কেমন লাগে, পুঁজের গন্ধ
নেয়- খুঁজি শুধু উড়া বাতাস পান!
তবু বলো দেখতে কেমন লাগে?
আকাশ দেখি চাঁদ তারার ভাবনা-
কেমন করে যে ছুঁই ঘাসফড়িং;
সকাল দুপুর গোলা জল কেনো
মাটিতে মিশায়, মেঘ দেখি না
সোনার বিছানায় অথচ অসখে
চিন চিন প্রস্রবের দার মেলায়
এই বার ফেলে দে বিষফোড়ার
যত অসখ শীতলতায় রাখ মন।
৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর’২৪