দুবলা ঘাসের ডগায় শ্রদ্ধা নেই
কি করে বসবে ঘাসফড়িং -
প্রজাপতিরা ফুর ফুর করে শুধু;
তাতে কি হিংসা গুচ্ছ আছে
ঠিক কালবৈশাখীর ডগায়;
রিমালের কিছু যায় আসে না
প্রাণ নাশের তেমনী হয়েছে
এই লজ্জাপতির শিনাই;
তবু মুছে যাক- ধুয়ে যাক
দুবলা মিশ্রিত মাটির পাপ।

১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন’২৪