স্বপ্ন দেখতে দেখতে নিদ্রাহীন চাঁদ থাকে পাশে
তারপর সূর্যের স্পর্শে ভোরের আনা গুনার শব্দ;
সোনালি পাখিদের গানে বেজে উঠে দেহের ঘাম
শীতলতার প্রশ্নে ফুটে গন্ধ বিরল ফুলের নিঃশ্বাস
তবু একটা স্বপ্ন কেনো যেনো দীর্ঘ ৪১ হলো না
আমার রক্ত কোষ প্রতিধ্বনিত হয় জুলাই আগস্ট
পিপাসায় মরে যাচ্ছি কিন্তু কেউ নদীর জল দেয় না
ঐ স্লোগানের প্রান্তে শুনেছি ‘মুগ্ধ বলছে-পানি লাগবে পানি’
অথচ আমার ভীষণ পিপাসায় জল নাই, ধিক্কার জানাই,
আমি আর সোনার পালঙ্কে স্বপ্ন দেখি না ৪১।
০৬ কার্তিক ১৪৩১, ২২ অক্টোবর’২৪