পাপের সারি এমন হলে
মৃত্যু কে যায় ই না চিনা
তাই তো তোদের মৃত্যু
এভাবেই বিলিয়ে দিবি;
এক বারও ভেবেছিস কি
পাপ, ভাবলি না স্বাভাবিক
ন্যায় অন্যায় হতেই পারে চাপ
সে ভয়ে- এভাবেই হবে মৃত্যু
বলি কি আর শয়তান, না হলে-
এমনি হয়- হয়তিস ভালমন্দের উর্ধ্বে
এভাবেই হতো না আর মৃত্যু!
হতোই শুধু স্বাভাবিক ঘরে;

১২ ভাদ্র ১৪৩১, ২৭ আগস্ট’২৪