এ কেমন গন্ধ অনুভব করছি
বাতাসের অর্তনাদ সারা বাংলাদেশ
যেদিকে কানপাতি চিৎকার ধ্বনি
কবি কবিতার কালোমেঘে বৃষ্টি
পথের ধূলিকোণাগুলো স্লোগান
তুলছে- সবুজ তরুলতাও বুঝছে
আমরা কোন তন্ত্রে করি বসবাস
চোরতন্ত্র, খুনতন্ত্র নাকি গুমতন্ত্র
জননী- প্রশ্নমাখা নীল ইতিহাস
ধিক্কার জানায় স্বৈরাচার বাতাস।
০৫-০২-২৫