তোমার স্বাধীনতা দেখছি আমি!
ঐ যে কৃষকের ধানের শীষে-
বড়ই গাছে দোয়েলের মিষ্টি গানে;
স্বাধীনতা আমার মন রাঙা-
জলে ভাসা শাপলা ফুলের রঙে-
জৈষ্ঠে আম কাঁঠালের সুগন্ধি ঘ্রাণে;
স্বাধীনতা আমার কালুরঘাট
রেডিও তরঙ্গে দীপ্ত ধ্বনি- যা
আমাকে তোমাকে করেছে-মুক্ত স্বাধীন!
নীল আকাশের উড়া সাদা মেঘ-
সবুজ মাঠে নাটাই সুতা রঙিন ঘড়ি;
স্বাধীনতা তুমি আমার অমর কাব্য গাঁথা-
নতুন প্রজন্মে স্বাধীনতার মিষ্টি হাসি!
২৫-০৩-২৫