অগোছালো গাছটার দিকে তাকালে
দেখছি কোটিপতিদের সার্কাস;
এই বুঝি কেউ আকাশ ছুঁইতে পারে
তাই কোটিপতিরা দৌড় দিয়েছে
দৌড় দিয়েছে- শূন্য বুক করে
এই মাটি ছেড়ে, কি দৌড়াচ্ছে;
ভাবতে পারলো না সার্কাস বালা!
তবু কি রে ভাই ক্ষমতা আর লোভ লালসা
দেশটাই দেখছি কোটিপতিদের সার্কাস!
এবার ধরা খেয়েছে রাজহাঁস দূর্নীতি বাজ-
নামটাও চমৎকার স্বৈরাচার, ফ্যাসিস্ট;
এই রক্তমাখা দেহ- লাশ আর লাশ
খানিকটা বৃষ্টির ক্রন্দন,রোদ্দুর ছায়া
জানি কোন দিকে যাবে শালা বাঙালি
ভুলে যাচ্ছে সব কোটিপতিদের সার্কাস।
১৮-২-২৫