আসুন আমরা পবিত্র মাসে
ফুল ফল সোনালি ফসলের মাঠের
মতো পবিত্র হই;পবিত্র ভাবে
গড়ে তুলি মন চোখ ঠোঁট হাত পা
বর্ণচোরা না হই যষ্টি পুষ্টি ভাবনা;
আসুন আমরা সুখ শান্তি
মর্মস্পর্শীতাই এ মাহে রমজানের
পবিত্রতাই একাকার হয়ে যাই!
সেহরি আর ইফতারি পালনে-
সান্নিধ্য পাই আল্লাহর সন্তুষ্টি লাভে।
০২-৩-২৫