দূরের আকাশ কাছের মাটি
বেদনার দুবলা ঘাস চির খাঁটি;
কিছু চাওয়া পাওয়ার
হলো না সোনার চাঁদ-
শুধু তারা গুনে গুনে
শেষ হলো পোড়া রাত;
তবু কয় না কথা ভোরের আলো
সূর্যমুখী ঢেকে যায় কালো-
মলিন হাসি জাগে রঙধনু বিকাল
স্মৃতির চোখ ফিরায় না সাদা শাল।
২৬-০৯-২৪