ছড়া এখন হায়নার
ঠোঁট পেটে হাহাকার-
আগুন জ্বলছে ফাগ্লুনের
চোখ- হারাচ্ছে সুখ শত বার
বাতাসের গায়ে গন্ধ শুধু
রক্তাক্ত ভেসে উঠে বুক;
তবু ছড়া কথা বলতে চায়
জোছনা সলক কিংবা
শীত উষ্ণ ভোরের উঠান-
ছড়া হাসুক রোদ দুপুর প্রাণ।
১৭-১১-২৪