ঘুমিয়ে যাওয়া রক্তাগুলো হেঁটে যায়
বালুচর কিংবা আইল পাথারের মাঠ;
দোয়েলের শীষ দেওয়া গান ধানের
শীষে দোল দিয়ে যায় শুধু বার মাস
কাঞ্চেগাড়ি ফসলের কাউন ডাকছে
আয় তোরে- কোথায় পান্তা ভাতের
গন্ধ- শুকনো মরিচের সাট;ঘুম ভাঙ্গল
মোরগ ডাকা ভোর; ‍উঠানে পাটের
আশা যেনো ঘরের বেড়া হয়ে দাঁড়িয়ে
ভয়ে কাঁপছে আকাশের মেঘ,বৃষ্টি শুধু
দুচোখ বরাবর অতঃপর ঘুমে যায় না
রক্ত কোষ কিংবা আগুন ছুঁয়া কায়া।
০৩-১১-২৪