পথধূলি দৃষ্টিরেখে ভাবো মন
কোন পথে স্পর্শছোঁয়া লাগে ক্ষণ
রুদ্র ছায়া বৃষ্টি ঝরা শ্রাবণ
মন ভাঙ্গার উড়ছে ধূলি
এতো স্বার্থপর অহমিকায়
সাজাও শুধু দেহ রঙ্গ পলি;
দেহ ভজন মিশে যাবে
দেখো পায়ের নিচে মাটি
ভয়ে কাপো মশা কামরালে
ধরবে ডেঙ্গু- ম্যালেরিয়া
মরা দেহে কামরাবে কি
ভাবে না রে মন- কপালে
সীলমারা শুধু রাজটিকা মরণ।
১২-০২-২৫