মাটিকে অবহেলায় দেখে চাঁদ
নিঝুম জোনাকি দেয় হাক;
আলোর প্রেম দুজন দুজনার-
ঘাসফুল কি জানে কি দারকার!
কাটা ঝরা গোলাপের শুধু অহমিকা
রক্ত লাল বুঝে না সে- পূর্ণিমা রাত
বেদনায় একাকি ভেঙ্গে যায় ঘুম;
পরশ ভোরে কি স্বপ্ন দীর্ঘশ্বাস-
আর্তনাদের বাতাসে খুলে না দরজা
তবু অবহেলায় ঢেকে যায় প্রণয়ে মাটি।
০৯-০৩-২৫