রমজান এলেই আমরা হরেক রকম হয়ে যাই
তারপর কত আত্মসংযম যেনো রঙিন আকাশ!
মাটির গায়ে দুর্ঘটনা রঙ্গ বাস তবু নাকি সত্য-
তাই তো দেখচ্ছি কিন্তু আত্মসংযমটা কোন দিন
বুঝে উঠা হলো না, এ রমজান কিংবা নামাজ-
হেদায়াতের গন্ধ বাতাস শুধু ফাল্গুনে আগুন;
এভাবেই আমরা হরেক রকম কেনা বেচা খুলা
মেলা পরিবেশ তৈরি করতে করতে আধুনিক-
হয়ে যাচ্ছি কিন্তু কথার কথা ওখানে পরে থাক
জীবনের সমস্ত সময়ের দন্দ প্রণয়ে আত্মসংযম।
০৫-০৩-২৫