কি পিরিতি চোখে মুখে
আগুন আর ফাল্গুন
পিরিতি করলে নাকি
কাবিলনামা লাগে না
এমনে এমনি হয়ে যায়
বসন্তের কোকিল;
এমন ভাবনা হয়েছে কার
সামনে দেখি দাদা বুবু আর
জ্যৈষ্ঠ গেলো ভাদ্র
পিরিতির রস বুড়
কাঁঠাল পাকে আদ্র
কেমনে ব্যাঙ ডাকলো রে
জলে জলে অথৈ বিল-
আমার হলো রক্ত কান্নার দিন
দেখরে মানুষ কেমনে পিরিতির ঋীণ;

২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর’২৪