কবিতা আমার ৫২ এর অম্লান
৫ই আগস্ট ২০২৪ তারি দান
বিজয় উল্লাস রক্ত ঝরা অশ্রু বান
প্রজন্মের ইতিহাস এখন
নতুন স্বাধীনতার গান আর গান
স্লোগানে স্লোগানে স্লোগান
মুখরিত জনসমুদ্রে উঠেছে ঢেউ
স্রোতে স্রোতে লাল সবুজের উড়ান
স্যালুট জানাই হাজার শহীদের রক্ত অম্লান
মুছে যাক বৈষম্যের ইতিহাস!
সৃষ্টি পাক নতুন নতুন ইতিহাস।
২১ শ্রাবণ ১৪৩১, ০৫ আগস্ট’২৪