আকাশ মাটির দূরত্বটা বুঝো-
বুঝো না- বুঝো না-
কষ্ট পাখির শূন্য উড়া ব্যথা;
মেঘ বৃষ্টির জল কাঁদা দেখো
দেখ না- দেখ না
শুধু ভাঙ্গা ঘরের রঙিন বেড়ার স্বপ্ন
এতোই কি অহমিকা জানাছিল না;
চাঁদ ভাবো- ভাবো পূর্ণিমার আলো
জীবন জুড়ে দিয়ে গেলে
কেনো বামন নামের কলঙ্ক-
বামন হয়ে খুঁজে মরি পূর্ণিমার আলো
এটাই কি চাঁদ নিঠুর দূরত্ব।
৩০ আশ্বিন ১৪৩১, ১৬ অক্টোবর’২৪