দেখো দেকি বাপু
গলায় যাবে আটকে-
অবশেষে মরল বুঝি
বুড়ির গার মটকে;
তবু দেকি এসব খেলা
কেউ যাবে না আর
রঙের মেলা- খেলবি কি
আর মুখটা বড় জটকে;
ঘুমটা সাজে ঐ ময়ূর-
কোন পাড়ায় দিলি দৌড়।
২০-০৩-২৫