এখনকার মানুষরা ভাবে শুধু
মৃত্যুই অমর- মৃত্যুই অমর!
মরে গেলে তো আমি জানি না-
হিংসা বিদ্বেষ করলও বুঝি না;
তাই মানুষকে মানুষ ভাবি না-
অন্যকিছু জঙ্গলের পশু পাখি।
খানিক মুখ দিয়ে ভাত খাই-
উড়াই গন্ধ বাতাসে বাতাসে নাক
কোন দিক দিয়ে হাগি ভাই-
বুঝি শুধু ঐ তাল গাছ আমার-
আমার আমি- আমি করে মানুষ!
কবরে দেয় দোষ- মৃত্যুই অমর।
১০-৪-২৫