ও মরার আকাশ- আকাশ রে
না পারি মেঘ দিতে-
না পারি বৃষ্টি ঝরাতে
ও মরার আকাশ- আকাশ রে;

আমার ঝড় তুফান আমি বুঝি
ঝুবে না মাটির পুটি;
ডুবিয়া গেছে মাথার খুঁটি-
কারে কই গারে মারে বটি;

মাঠের ফসল খাইল বজ্জাত নদী রে,
আমার জলের থৈ থৈ বালুচর করে
কার দোষ কারে লয়, শূন্য আকাশ
জীবন কি আর বয়- বয় রে;
০৬-১১-২৪