পুকুরের জল দেখলেই
মনে হয় ডুব দেই- এতটা
স্রোত বুঝে উঠতে পারি না
তবু সাহস রাখি,সাঁতার তো জানি
কত যমুনায় সাঁতার পারছি;
বাঙ্গালী সেতো মুচকি হাসি-
স্মৃতির জানালায় অশ্রু ভাসি
তারপর রাজশাহীর টি-বাঁধের
কথা ভাবছি, দু’চোখে পদ্মা
তাও- ভয় পাই না মনের গঙ্গা।
৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে’২৪