গভীরতা বুঝা হয়নি
সমুদ্রের ত সীমানা নেই;
তবু সাঁতার কাটে-
হয় তো এখানে, নয় তো অন্যখানে
ক্ষত যেখানে- গভীরতাও সেখানে-
যা কিছু প্রণয় বলে না,
হাড্ডির সাথে হাড্ডি-
শিনার সাথে শিনা মিশিয়ে
গভীরতা চিনতে হয়!
নয় তো ওমনি থাকে মন কায়া;
২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই’২৪