স্বৈরাচারের রক্ত ঠোঁটে
কত কথায় না শুনি;
লাজ লজ্জাহীন খুনি
স্বৈরাচারে মুখে আরেক
স্বৈরাচার থাকে বুলি;
প্রমান দিল সে দালালি
দেখলাম দেশপ্রেমের
নামে ভণ্ডামি রক্ত চুষি
দলকানা একেই বলি!
শুন রে স্বৈরাচারী শুন
চলবে না আর নষ্টমী-
তোদের বুকে চিহ্ন হলো
ভণ্ডামি নামের মহা খুনি।
২৩-০৩-২৫