এক মুঠো স্মৃতিগুলো
চোখের শ্রাবণে বৃষ্টি-
মেঠো পথের মুঠো মুঠো
ধূলি কিংবা অনাদৃষ্টি;
এই আছি এই নাই কৃষ্টি
এঁকো না বৃষ্টির জল ছবি;
শুধুই আমি অপরিচিত মানুষ
কোন কথাছিল না- ছিল না
গোল্লাছুট খেলার ছোঁয়া!
তবু হয়ে যাবো নৈঃশব্দে ঘেরা
পরিচিত ক্ষীণ মানুষ।।
কিছুদিন পরে রঙিন আকাশ
ভুলা যাওয়া গন্ধ বাতাস
ঐখানে আমি কেউ মাটির উদাস
কিছু যায় আসে না
মেঘ বাউড় খেলার তাস।।
০২ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর’২৪