বিড়াল ডাকে মিউ
কাঠবিড়ালি গাছে দেয় সুরসুরি
মাটির গায়ে কিউ
ঘাসফুল ফুটেছে গন্ধ ভুরিভুরি
বানর নাচে বিড়াল
নাচে তেরিংবেরিং এমেঘে সবি;
মেঘ ফুরাবে নাআর
যদি না যাই মরি- এ বিড়াল পুষী
জঙ্গল বাসি বানর
কি করে প্রণয়ের ঊর্মী রাখি।
২৪-০৩-২৫