দুই পায়ের গাছগুলো বৃদ্ধ হচ্ছে
রুপালী স্মৃতিগুলো অপরিচিত পাচ্ছে;
ভেসে যাচ্ছে শূন্য মেঘের দেশে-
তবু সুসংস্রব দুবলা ঘাসের মাঠে;
লতাপাতা ভাবছে না, আপন ঘর!
অথচ মানুষ বলছে- মানুষ ভাবছে
কয়কটা সেকেন্ড বা মিনিটের জন্য-
এতো স্বার্থপর হয় কেনো? সত্যই
গাছ বৃদ্ধ হচ্ছে ক্ষীণ সময়ের গতি
গন্ধ নেয় না আপন মাটির ছবি।
১৭-২-২৫