আমরা কেমন মানুষ -
চোখ কোথায়- বিবেক কোথায়
কোথায় বুদ্ধি সম্পন্ন জ্ঞান!
আমাদের মনুষ্যত্ব কোথায়
চিৎকার করে বলতে হয়-
আমরা কেমন মানুষ---?
সামান্য মোবাইলের জন্য মানুষ খুন-
ছি :ছি: আমরা কেমন মানুষ
ধিক্কার জানাই নিজের অস্তিত্বকে
তবু পরিচয় দেই আমরা মানুষ-
সৃষ্টির সেরা জীব! তোমার ভয় নেই
ভয় নেই তোমার মৃত্যু-  তোমার প্রভুর
তবুও আমরা মানুষ দাবি করি
আকাশ সমূহ-ছায়াহীন মৃত্তিকা  
চাও আবার শেষ ঠিকানা;
তোমার ঠিকানা হোক -
তোমরা মানুষ নও হায়না।

০৭ আশ্বিন ১৪৩১, ২২ সেপ্টেম্বর’২৪