স্বৈরাচার ফ্যাসিস্ট যারা
তাই আনবে দুর্গতি-
আছে কি তাদের প্রীতি?
আমরা দুর্গ গড়ে তুলবো
ঐ নব্য হায়নাদের প্রতি
তুমি এভাবে ভাবো না
শুধু দলকানা দেখেই নীতি;
তুমি ন্যায় কে- ন্যায় বলো
অন্যায় কে- বলো অন্যায়
অতীত দেখো সোনা-অতীত;
এ বার এসো দুর্গতি মানবো না
ঐ স্বৈরাচার ফ্যাসিস্টদের
বিচার হতেই হবে সম্প্রীতি!
দলকানা ছেড়ে-এসো এক হই
সুর তুলি- মানবো না দুর্গতি।
০৯-০২-২৫