যে কোটা নির্দিষ্ট একটা গাছের
আম পারা ছাড়া, অন্য গাছের
আম পারা যায় না- সেই কোটার
দরকার আছে কি? অবশ্যই
কোন দরকার নেই; চলো-
কোটা মুক্ত আম পারি সবাই
মিষ্টি আম পেট ভরে খাই !
অন্যকে খাওতে সাহায্য মিলাই;

১০-৭-২৪