তুই বল্লী আমি বুঝি না
অথচ মেঘ না আসতেই বৃষ্টি
এখন সেটাও বলবি বুঝি না
দেখ ভিজে গেছিস-
সূর্যের আলো ঠিকই বুঝেছে
এখন আর বুঝার কিছু নেই;
শুধু সাদা মেঘ আর সাদা মেঘ
বট পাতার হাসি দেখিস নি
কলাপাতার কষ্টটা হাহাকার
তালপাতার বাতাস সেটাও বুঝিস নি
তোরা পারিসও বঠে কিন্তু
না পাওয়ার কষ্ট বুঝিস না।
৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে’২৪